চাঁদপুরে সীমিত পরিসরে লকডাউন চলাকালে সরকারি নির্দেশ অমান্য করায় প্রায় ২শ’ অটোরিকশা জব্দ করা হয়েছে। ২৯ ও ৩০ জুন দুপুর পর্যন্ত চাঁনপুরের প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এই বিপুল সংখ্যক অটোরিকশা জব্দ করে।
এর প্রতিবাদে ৩০ জুন বুধবার দুপুরে শহরের স্টেডিয়াম রোডে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় তাঁরা অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
অটোরিকশাচালকরা জানায়, করোনায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কোনো ধরনের সহায়তা করা হয়নি। এতে তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই বাধ্য হয়ে তাঁরা অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়। এতে করে মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত ১৮৬টি অটোরিকশা জব্দ করে পুলিশ। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, সড়কে চালকেরা কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। খবর পেয়র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সরিয়ে দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো যানবাহন সড়কে নামলেই চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এর আগে চালকদের সরকারি প্রণোদনা দেওয়া হয়েছিল। এবারও হয়তো সরকার সিদ্ধান্ত নেবে। তবে এখনো আমাদের কাছে সেই ধরনের কোনো নির্দেশনা আসেনি।’
প্রতিবেদক: আশিক বিন রহিম,৩০ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur