শাহরাস্তিতে বসতঘর থেকে অটোরিকশা চুরি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দৈলবাড়ী হাজী বাড়ি এলাকায় বসতঘরের বারান্দা থেকে একটি অটোরিকশা (ইজিবাইক) চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী সাব্বির আহমদ (২৮) শাহরাস্তি থানায় লিখিত অভিযোগে জানান, তার ক্রয়কৃত অটোরিকশাটি গত দুই বছর ধরে কামাল হোসেন নামে একজন চালক চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাত ৯টার দিকে চালক কামাল অটোরিকশাটি তার বাড়ির বারান্দায় রেখে যান।
রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঘুমাতে যাওয়ার সময়ও অটোরিকশাটি বারান্দায় ছিল বলে জানান সাব্বির। তবে ভোরে নামাজের জন্য উঠলে তিনি দেখেন অটোরিকশাটি নেই এবং ঘরের দরজার তালা ভাঙা। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। চুরি হওয়া অটোরিকশার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে জানান তিনি।
এ ঘটনায় শাহরাস্তি থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
১৩ নভেম্বর ২০২৫