বেপরোয়া গতির অটোরিক্সা চাপায় হুমায়রা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ৯ নভেম্বর রোববার দুপুরে শরীয়তপুর জেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ মতিন খানের কান্দি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হুমায়রা দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের মতিন খানের কান্দি সৌদি প্রবাসী কাজী ফারুকের মেয়ে।
স্বজনরা জানায় রোববার দুপুরে শিশু হুমায়ারা সাইফিয়া একতেদায়ী মাদ্রাসা থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুরুল হক প্রধানীয়ার ছেলে অটো চালক শাহপরান বেপরোয়া গতিতে অটোরিক্সা চালিয়ে আসার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেয়। এতে গাড়ির চাকার আঘাতে শিশুটির মাথা ও মুখ মন্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়।
শিশুর মা চাঁদনী বেগম ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই হানিফ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করেন।
এদিকে চালকের লোকজন তারাবনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা প্যানেল চেয়ারম্যান সেকান্দর খান নিজে লোকজন নিয়ে হাসপাতাল থেকে জোর করে লাশ নিয়ে উধাও হয়ে যায়।
এই ঘটনা জানার পর চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া শিশুর পরিবারকে খবর দিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত হন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৯ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur