চাঁদপুর জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা- ২০২০ এ, মাধ্যমিক স্তরে ১ম স্থান অধিকার করেছে মতলব দক্ষিণ উপজেলার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, মাননীয় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), চাঁদপুর। সভাপতিত্ব করেন জনাব দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মিসেস কানিজ ফাতেমা, (উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর এবং জনাব মঞ্জুরুল মোর্শেদ, (সহকারী কমিশনার, শিক্ষা)।
এই প্রথম জেলা পর্যায়ে মতলব দক্ষিণ উপজেলার কোন প্রতিষ্ঠান ১ম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পাচ্ছে।
এ জন্য বিদ্যালয়টির গর্বিত প্রধান শিক্ষক, জনাব মোঃ মাজহারুল হক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, জনাব মোঃ আলমগীর আমিন ঢালী সাহেবের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়কে কৃতিত্ব দিয়েছেন। তিনি আশাবাদী শিক্ষার্থীরা তাদের একাগ্রতা ও নিষ্ঠার দ্বারা বিভাগীয় পর্যায়েও ১ম স্থান অর্র্র্জন করে চাঁদপুর জেলার জন্য গৌরব বয়ে আনবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
করেসপন্ডেন্ট, মতলব দক্ষিণ। ২৩ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur