Home / চাঁদপুর / অটোবাইকগুলো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক
অটোবাইকগুলো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক

অটোবাইকগুলো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘লাইসেন্স বিহীন অবৈধ সিএনজি কোনো ভাবেই চলতে দেয়া হবে না। এটি বন্ধে বেশি করে মোবাইল কোর্ট চালাতে হবে। আঞ্চলিক মহাসড়কে অটোবাইক সম্পূর্ণ নিষিদ্ধ। তার এই ছোট যানটি মহাসড়কে চলতে দেয়া যাবে না। চাঁদপুর শহরে অতিরিক্ত অটোবাইকের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। অটোবাইক গুলো এখন যেনো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।’

বুধবার(৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো, আশ্রাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা অঞ্চলিক পরিবহন কমিটির সাধারণ সম্পাদক ও বিআরটিএ চাঁদপুর-এর সহকারী উপ-পরিচালক শেখ মো. ইমরান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান প্রমুখ।

প্রতিবেদক আশিক বিন রহিম ।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ০৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৬ বুধবার
এইউ

Leave a Reply