অটোবাইক উল্টে ডোবায় পড়ে যাত্রীর মৃত্যু

চাঁদপুরের বাকিলা এলাকায় অটোবাইক উল্টে আহসান কবির রতন (৬৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ১৪ ডিসেম্বর রোববার দুপুরে বাকিলা বাজারের দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন পুতার বাড়ি নামক স্থানে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

তিনি মনিহার গ্রামের বাসিন্দা এবং স্থানীয়দের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় ব্যক্তি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিহত আহসান কবির রতন নিজ বাড়ি থেকে অটোবাইকে করে গফুর হাজী সড়ক হয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এসময় বাকিলা বাজারের দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন সড়ক দিয়ে উপরে ওঠার সময় অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাশের ডোবায় পড়ে। এতে তিনি শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।