অটিজম শিশুদের মানসিক ব্যাধি

অটিজম শিশুদের একটি মানসিক ব্যাধি। অটিজম শিশুদের বিকাশজনিত সমস্যায় শিশুর সামাজিক সম্পর্ক , যোগাযোগ , আচরণের পরিবর্তনই প্রধান।

চিকিৎসকদের মতে, সাধারণত: শিশুর জন্মের দেড় বছর থেকে তিন বছরের মধ্যে অটিজমের লক্ষণগুলি দেখা যায়। অটিজম থাকলে শিশু তার পরিবেশের সাথে যথাযথ ভাবে যোগাযোগ করতে পারেনা ।

এটি মস্তিস্কের কেন্দ্রীয় ¯œায়ূবিক সংবেদনশীরতার বিকাশজনিত ও বর্ধনজনিত সমস্যা সৃষ্টি করে। শুধু তাই নয়- আবেগ, কিছু শেখার ক্ষমতা,স্মরণশক্তি ও সামাজিক ব্যাহত করে।

বিশ্বে প্রতি ১শ’১০ জনে ১ জন শিশু অটিজম সমস্যায় ভুগছে ।বাংলাদেশের শিশূদের মধ্যে অটিজমের হার ৮%। অর্থ্যাৎ প্রতি হাজারে ৮ জন।

হু ও আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন অটিজমকে একটি ব্যাপক বিকাশজনিত সমস্যা হিসাবে শ্রেণিভুক্ত করেছে।


আবদুল গনি

: আপডেট, বাংলাদেশ সময় ০৫:১০ পিএম, ২৯ মে ২০১৬, রোববার
ডিএইচ

Share