মতলব উত্তরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সাদুল্যাপুর ইউপির বেলতলী বেরীবাঁধ সংলগ্ন সরকারি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার ৪ এপ্রিল দুপুরের দিকে মতলব উত্তর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরনে কালো জাইঙ্গা,গায়ে কালো রঙের ফুল হাতা গেঞ্জি ও মুখে কাঁচাপাকা ছোট ছোট দাড়ি ও গলায় চেইন রয়েছে।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.মহিউদ্দিন জানান,খবর পেয়ে উপজেলা সাদুল্যাপুর ইউপির বেলতলী বেরীবাঁধ সংলগ্ন সরকারি পুকুর থেকে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে। পানিতে ডুবে মারা গেছে । তবুও আমরা লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.মহিউদ্দিন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৪ এপ্রিল ২০২৩

Share