চাঁদপুরে অজ্ঞাত সেই বৃদ্ধার জানাজা ও দাফন-কাফন সম্পন্ন করলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। ২৪ জুন সোমবার বিকেলে আঞ্জুমানে খাদেমুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত বৃদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল ১১টায় চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে অজ্ঞাত পরিচয়হীন বৃদ্ধা মনোয়ারা (৮৫) মৃত্যুবরণ করেন।
জানা যায় গত ১২ ডদন পূর্বে হতভাগিনী এ বৃদ্ধা রাস্তায় অসুস্থ অবস্থায় পরেছিল। বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল অবগত হলে তিনি বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নেন। এরপর তার সার্বিক দিকনির্দেশনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল গাজী চিকিৎসাসেবা অব্যাহত রাখেন।
এদিকে সোমবার সকালে বুদ্ধার মৃত্যুর খবর পেয়ে পিপিআই এর একটি প্রতিনিধিদল পরিচয় সনাক্ত করতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসে। পরবর্তীতে বৃদ্ধার পারিবারিক পরিচয় না পাওয়ায় মৃতদেহটি অজ্ঞাত হিসেবে সনাক্ত করেন।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমরা রাজনীতি করি সাধারণ ও অসহায় মানুষের সেবা করার জন্য। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে অজ্ঞাত পরিচয়হীন বৃদ্ধা মনোয়ারার চিকিৎসার দায়িত্ব নিয়ে ছিলাম। কিন্ত তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আল্লাহ তাবে বেহেশতবাসী করুন। তিনি আরও বলেন, আসলে আমার পিতাও অসহায় মানুষের সবসময় সেবা করতেন। আমরা তার সন্তান হিসেবে চেষ্টা করি যারাই অসহায় অবস্থায় থাকে তাদেরকে একটু ভাল অবস্থায় রাখতে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৪ জুন ২০২৪