নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাঁসের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার গোপালদী পৌর সভার মোল্লার চর গ্রামে মকবুল হোসেন ও মামুনের যৌথ মালিকানাধীন একটি হাঁসের খামারে এই ঘটনা ঘটে।
খামারের মালিক মকবুল হোসেন দেশ রূপান্তরকে জানান, আমরা ২ জনে মিলে একটি হাঁসের খামার করি। খামারে দুই দিনের বাচ্চা এনে আমরা লালন পালন শুরু করি।
বর্তমানে এইগুলির বয়স ২ মাস। গত কয়েক দিন আগে খামারের কয়েকটি হাঁস মারা যায়। স্বাভাবিক মারা যাওয়ায় আমরা কোন গুরুত্ব দিইনি। তবে ৪ হাজার হাঁসের মৃত্যু বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে এ বিষয়ে জানার চেষ্টা করছি।
উপজেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, বিস্তারিত পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।