গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন ফরিদপুর সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের অন্তত ৩০ ছাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ বিষয়টিকে স্থানীয়রা ‘ভূতের ভয়’ বলে অভিহিত করলেও বিষয়টিকে ‘গণমনস্তাত্ত্বিক রোগ’ বলে অভিহিত করেছেন চিকিৎসকরা।
ফরিদপুরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত সবাইকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বিভিন্ন ক্লাসের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে। এর আগে, সোমবার ও মঙ্গলবার শিবরামপুর আরডি একাডেমি স্কুলের ৭৫ শিক্ষার্থী দুই দফায় একই রোগে আক্রান্ত হন।
স্কুলের সহকারী শিক্ষক সুমন শেখ জানান, অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত সবাইকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বিভিন্ন ক্লাসের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্কুল ছুটি ঘোষণা করে। স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও অনেকে এবং কেউ কেউ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্কুলের সহকারী শিক্ষক যমুনা সাহা জানান, আক্রান্তরা মাথায় ব্যাথা ও বমি বমিভাবের কথা বলে চিৎকার করতে থাকে। এ সময় কেউ কেউ জ্ঞান হারায়। এভাবে প্রায় ৩০ ছাত্রী আক্রান্ত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষা বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস সবুর জানান, সুচিকিৎসা নিশ্চিত করতে নজর রাখা হচ্ছে। রোগের কারণ নিশ্চিত করতে সিভিল সার্জনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনপতি বিশ্বাস সুভ জানান, গণমনস্তাত্ত্বিক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:২১ পিএম, ২২ জানুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur