চাঁদপুর শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রাম হতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই গ্রামের মাইজের বাড়ি সংলগ্ন খালের পাশে একটি অজ্ঞাত নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
স্থানীয়দের ধারণা কোনো গোপন প্রেমের পাপের ফসল হিসেবে এ শিশুটিকে হত্যা করে এখানে ফেলা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন জানান, ‘ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’
শাহরাস্তি করেসপন্ডেন্ট
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ৩৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
এজি/এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur