এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৪ হাজার ৭৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। আর ৪৩ টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সোমবার সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। তখন এসব তথ্য জানা যায়।
এবার জেএসসি-জেডিসিতে সম্মিলিতভাবে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবারের থেকে পাসের হার বেড়েছে ২ দশমিক ১৮ শতাংশ পয়েন্ট। গত বছর জেএসসি-জেডিসিতে ৫ হাজার ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। আর ৫৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল।
উল্লেখ্য, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২৮ হাজার ১৯০ জন। আর গত বছর পেয়েছিল ৮০ হাজার ৮৯৮ জন। ব্যবধান অনুযায়ী এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৭০৯ জন কমেছে। (কালের কন্ঠ)
বার্তা কক্ষ
২৪ ডিসেম্বর,২০১৮