চাঁদপুর

‘অচিরেই মুক্তিযোদ্ধাদের কমপেক্স বাস্তবায়ন করা হবে’

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান মাহমুদ

মুক্তিযোদ্ধা ভবন কমপেক্স নির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান মাহমুদ।

তিনি বলেন, “অচিরেই মুক্তিযোদ্ধাদের কমপেক্স বাস্তবায়ন করা হবে। আমি যায়গা দেখে দ্রুত ভিত্তি প্রস্তর স্থাপন করার চেষ্টা করবো। এলজিডি কর্মকর্তাদের প্রতি দৃষ্টি রাখবো, আপনারা মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন। যে কাজই হোক না কেনো সে কাজ যেনো মানসম্মত হয়। আপনাদের সহযোগিতা নিয়ে মুক্তিযোদ্ধা ভবন কমপেক্স নির্মাণের কাজটি সম্পন্ন করতে চাই।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবর রহমান, জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, রনজিত চাকি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতিসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম

 

|| আপডেট: ০৯:১৬ পিএম,০১ নভেম্বর ২০১৫, রোববার

এমআরআর

 

Share