চাঁদপুর

অচিরেই চাঁদপুরকে মাদকমুক্ত করতে সক্ষম হবো : এসপি শামসুন্নাহার

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেনন, ‘যে জেলায় প্রভাবশালী মন্ত্রী এমপি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মাদকের বিরদ্ধে কঠোর নির্দেশনা দেন সেখানে কাজ করতে আমরা প্রশাসনের কর্মকর্তারা অনেক শক্তি পাই। আমাদরে কাজে আরো অনুপ্রেরণা পাওয়া যায়। মন্ত্রী মহোদয় যেহেতু নির্দেশনা দিয়েছেন সেহেতু আগামিতে মাদকের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেয়া হবে। যদিও একসাথে সব নির্মূল করা সম্ভব না, তবে আশা করছি অচিরেই চাঁদপুরকে মাদকমুক্ত করতে সক্ষম হবো।’

রোববার ১১ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, ‘কচুয়ায় একজন মুক্তিযুদ্ধার ওপড়ে হামলার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখেছি। মুক্তিযোদ্ধাদের কেউকে অসম্মান করতে দেয়া হবেনা। কচুয়া উপজেলার ঘটনাটি নিয়ে একটি মহল সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে চেয়েছিলো। কচুয়ার মেয়র পুলিশকে থানা ঘেরাও করার হুমকি দিয়েছিলো যা আমরা প্রত্যাশা করি না। এবার আমরা ছাড় দিয়েছি, কিন্তু আগামিতে কারো নাম পদবি দেখবো না। এইসবের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, অবৈধ যানবাহন চলাচল বন্ধে এবং সেগুলো আটকের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শীতকালে শহর ও গ্রামে প্রচুর ওয়াজ মাহফিল হয়ে থাকে। ওয়াজ মাহফিলের ব্যপারে পুলিশের অনুমতি লাগবে। এতে ওয়াজ মাহফিলে কোনো অনাকাঙ্খিত ঘটনার ঘটলে তার দায়-দায়িত্ব আয়োজক কমিটিকে নিতে হবে। জঙ্গি কিন্তু চিরতরে নিমূল হয়নি। তারা গোপনে প্রস্তুত হচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। প্রতিনিয়ত চিরুনী দিয়ে সমাজ থেকে অপরাধীদের বের করে আনতে হবে।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্ত এমপি, পুলিশ সুপার শামসুন্নাহার, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৩০ এএম, ১২ ডিসেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Share