অচল প্রেমের সচল পদ্য
তোমায় দিয়ে গেলাম
বিনিময়ে তোমার জীবন থেকো
আজ সরে এলাম।
অনেক করে চেয়েছিলাম
তোমার ভালোবাসা
তোমার নীরব দুরত্বে
শুধুই বাড়লো হতাশা।
অনেক ভাবে চেয়েছিলাম
নীরব পুকুরে ঢেউ তুলতে
তোমার মনের দ্বিধার কাঁটা
দু হাতে আমি খুলতে।
শুধু তুমি দুরে গিয়ে
করলে রক্তাক্ত হৃদয়
ভুলে যেতে চেস্টা করলে
দুজনার সেই পরিচয় ।
তবে বল কি করে জীবনে
প্রেম হবে সচল
শুধু তোমার কারণে মোদের
প্রেম হলো অচল
ডেইজী আশরাফ
|| আপডেট: ০৭:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর