স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের প্রাণের বন্ধন হিসেবে পরিচিত অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন এর গঠনতন্ত্রের স্বতন্ত্র বিধি-১০ এর অনুচ্ছেদ -(খ) অনুসারে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২৪) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে তরুণ উদ্যোক্তা মুহাম্মদ আল- আমিন মিয়াজীকে সভাপতি, এ এস পলাশকে সাধারণ সম্পাদক ও মোঃ পারভেজ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
২৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থায়ী পরিষদের ১৬৯ তম ‘বোর্ড সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী পরিষদের আহবায়ক মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটির উপস্থাপিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বোর্ড সভার অনুমোদনে সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি নয়ন চন্দ্র গোলদার, সহ সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, জয়ন্তী ভৌমিক, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু, কুলছুমা আক্তার শিখা, ২নং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান নাজির, ৩নং সাংগঠনিক সম্পাদক দেওয়ান জিসান আহম্মেদ, দপ্তর সম্পাদক নাছিমা ইসলাম সীমা, অর্থ সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টি, প্রচার সম্পাদক আল আমিন আরিয়ান,সহ-প্রচার সম্পাদক সিমান্ত পাল, মোঃ সৈকত তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিনা কাকুলী,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মোঃ শাহাদাত হোসেন, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সুমন চন্দ্র সাহা, সহ- শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোঃ সবুজ, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম লিংকন, যোগাযোগ সম্পাদক মোঃ তামিম তালুকদার,বিজ্ঞান- প্রযুক্তি সম্পাদক মোঃ হাসিব হোসেন, আপ্যায়ন সম্পাদক মোঃ তানজির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী, সহ- ধর্ম বিষয়ক সম্পাদক তুষার রায়, সাহিত্য সম্পাদক এ এম সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, সমাজসেবা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাজিব, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসাইন আরিয়ান, প্রবাসী কল্যাণ সম্পাদক শাকিল আহম্মেদ নিলয়, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ, আবৃত্তি বিষয়ক সম্পাদক নাদিয়া জাহান নাসরিন, পাঠাগার সম্পাদক ফারজানা মুন্নী, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আল আমিন প্রধান, শাখা পর্যবেক্ষণ ও মূল্যায়ন সম্পাদক মোঃ হুমায়ুন রশীদ, গণস্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক মোহাম্মদ সফিউল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোঃ আনিছুর রহমান (সহ প্রতিষ্ঠাতা), শুভ চন্দ্র শীল, মোঃ আরিফুল ইসলাম, সুমন পাটোয়ারী, তৌকির আহম্মেদ পাটোয়ারী, আল আমিন হাজরা, মোঃ কামরুল হাসান, আবদুল কাদের সাজেন, আইরিন পারভীন, মাহামুদুল হাসান মুন্না সরকার ও মোঃ তাহসিন মিয়াজী।
নিজস্ব প্রতিনিধি, ২৮ আগস্ট ২০২৩