অঙ্গীকার ক্রীড়াচক্র ও চাঁদনগর পত্রিকার আয়োজনে ইফতার ও স্মরণ সভা

অঙ্গীকার ক্রীড়াচক্র এবং পাক্ষিক চাঁদনগর পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল এবং স্বর্গীয় প্রীতি রাণি ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. কামরুল ইসলাম।

পাক্ষিক চাঁদনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অঙ্গীকার ক্রীড়া চক্রের সহ-সভাপতি আশীষ কুমার সোম, আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ বিন মাহমুদ, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম ইমন, দপ্তর সম্পাদক সাকিব আল হাসান, প্রচার সম্পাদক মো. নয়ন।

ইফতারপূর্বক দোয়া মোনাজাম পরিচালনা করেন সাংবাদিক মুহাম্মদ আলমগীর পাটোয়ারী।

স্টাফ রিপোর্টার, ৮ এপ্রিল ২০২৪

Share