Home / আবহাওয়া / বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে
অগ্রসর
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ শনিবার সকাল ৬ টার দিকে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার ৫ মার্চ সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রযেছে। তবে,পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন ঘটতে পারে।

অপরদিকে, শনিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টার দিকে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ %।

ঢাকায় আজ সূর্যোদয় হবে ভোর ৬ টা ১৭ মিনিটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। (বাসস)

৫ মার্চ ২০২২
এজি