অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এড. শাহজাহান মিয়া
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের কাশিম বাজার এলাকায় দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
সোমবার (১৮ আগস্ট) সকালে তিনি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহজালাল সাহেবের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসত ঘর পরিদর্শন করেন। পাশাপাশি চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগেও অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন—চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজি, তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর বন্দুকশী, ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ কামাল সরদারসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ১৮ আগস্ট ২০২৫