Home / চাঁদপুর / বাবুরহাটের অগ্নিবীণা পাঠাগারের পরিচালনা কমিটি গঠন
অগ্নিবীণা

বাবুরহাটের অগ্নিবীণা পাঠাগারের পরিচালনা কমিটি গঠন

চাঁদপুর শহরের বাবুরহাটে অবস্থিত অগ্নিবীণা পাঠাগারের আগামী বছরের জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সামিউল প্রধানকে সভাপতি এবং সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

৯ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় বাবুরহাটের শহীদ জননী হাজেরা হাসমত সড়কে অবস্থিত অগ্নিবীণা পাঠাগার কার্যালয়ে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।

“আলোকিত হই, পথ দেখাই” এই স্লোগানকে ধারন করে ২০১৪ সালে সামাজিক সংগঠন প্রান্তিক এর উদ্যোগে অগ্নিবীণা পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। অগ্নিবীণা পাঠাগারে বর্তমানে শতাধিক সক্রিয় পাঠক রয়েছে।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাদিয়া সুলতানা নদী, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান জীবন, পাঠাগার সম্পাদক তৌফিক বিন সুলতান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাজমুল সজীব, নারী সম্পাদক নাহিদা সুলতানা খাঁন তমা, প্রচার সম্পাদক রিয়াজ শাওন, দপ্তর সম্পাদক ওমর ফারুক শুভ, কার্যকরী সদস্য কাজী আদনান, ফারহানা আক্তার, মিনহাজ আরেফিন ইবু, হাসিবুল ইসলাম ইমন, জিহাদুল ইসলাম, নেছার আহমেদ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৯ জানুয়ারি ২০২২