চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৭টি দোকান মালিককে অর্থের চেক ও ঢেউ টিন তুলে দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
তিনি শুক্রবার ৯জুন বিকেলে আগুনে পুড়ে যাওয়া বাজারের দোকানগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানীদের সান্তনা দেন।
পরে ক্ষতিগ্রস্ত ১৭টি দোকান মালিকের মাঝে নগদ ৬ হাজার টাকা ও ২ বান্ডেল ঢেউটিন তুলে দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হল: শ্যামল টেইলার্স, রিয়েল মিডিয়া, মোহনা সুইটমিট, মামুন ষ্টোর, রাসেল ভ্যারাইটিস, ইমন ষ্টোর, শাহাদাত ষ্টোর, আক্কাসের দোকান, রাজ ষ্টোর, স্বপণ ষ্টোর, আমিনের কাপড়ের দোকান, আনোয়ার ষ্টোর, ভেনুশীল টেইলার্স, হাসান ষ্টোর, সোহেল ষ্টোর, সুজন মিডিয়া, আনোয়ার সিমেন্টের দোকান।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, পিআইও রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, ইউনয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি জাকির বহদ্দার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর রাতে চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ও দক্ষিন দুটি ইউনিট ২ঘন্টাব্যাপী কাজ করার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করছেন প্রায় ২ কেটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস সিভিল স্টেশন এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করতে পারেন নি। এ অগ্নিকান্ডে আশপাশের প্রায় ২শ’ দোকান রক্ষা পায়।
মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সম ১১: ২৩ পিএম , ৯ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ