Home / চাঁদপুর / চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা শহরের পুরানবাজারে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২২ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দুই তালা ভবনের নিচতলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের পুরানবাজার দক্ষিণ ইউনিটের দুটি টিম ঘটনাস্থলে এসে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টায় স্থানীয় বাবুল পাটোয়ারীর মালিকানাধীন তুলার গোডাউনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গোডাউনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ওই গোডাউনে থাকা সমস্ত তুলা এবং মেশিনসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের পুরানবাজার দক্ষিন ইউনিটের কর্মকর্তারা চাঁদপুর টাইমসকে জানান, আগুনের সংবাদ পেয়ে সাথে সাথেই ইউনিট লিডার ফিরোজ খান এবং মুজিবুর রহমানের নেতৃত্বে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে আমাদের দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এতে ওই গোডাউন মালিকের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

প্রতিবেদকঃআশিক বিন রহিম,২২ ফেব্রুয়ারি ২০২১