চাঁদপুরের শাহরাস্তিতে খেড়িহর বাজারে আগুনে দোকান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।। উপজেলার খেড়িহর বাজারে গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে দোকানঘর। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ১০ জুন বৃহস্পতিবার গভীর রাতে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর দঃ বাজারের দেওয়ান সুপার মার্কেটের মেসার্স তোহা কনস্ট্রাকশন হার্ডওয়ার অ্যান্ড স্যানেটারী হাউজে আগুনের সূত্রপাত ঘটে।
পার্শ্ববর্তী দোকানের কর্মচারী রাসেল আগুন টের পেয়ে দোকান থেকে বের হয়ে আসেন। তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করেন।
স্থানীয় জনগণ শাহরাস্তি ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর মধ্যেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক আনোয়ার হোসেন তমিজ জানান, তার দোকানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়। এতে ভবনটিরও ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, আগুন লাগার ঘটনার সময় বিদ্যুৎ ছিলো না। তাই বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগার কোনো কারণ নেই।
তবে দোকান মালিকের ছেলে আল মামুন জানান, তারা আগুন লাগার ঘটনাটিকে নাশকতা হিসেবে দেখছেন। এজন্যে তারা আইনের আশ্রয় নিবেন বলে জানান।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১২ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur