Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
মতলব উত্তরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার জীবগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে নাছির উদ্দিন প্রধানের বসতঘর পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটে।

এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।

নাছির উদ্দিন প্রধান বলেন, ধাউ ধাউ করে আগুন জ¦লতে দেখে আমার ভাবী ডাক-কিৎকার দেয়। সবাই এগিয়ে আসতে আসতে পুরো ঘর পুড়ে যায়। ক্ষণিকের মধ্যেই আমার বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমার আর কিছুই রইল না। সব কিছইু আগুন কেড়ে নিলো।

তিনি আরো জানান, ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য হবে ৩ লক্ষ টাকা। ঘরে থাকা ৭ ভরি স্বর্ণাংলকার পুড়ে গেছে যার আনু. মূল্য হবে ৩ লক্ষ টাকা ও নগদ ৫৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা প্রায় ৪০টি দলিলও পুড়ে গেছে। সর্বমোট প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ছেঙ্গারচর পৌর মেয়র আলহাজ¦ রফিকুল আলম জজ বলেন, অগ্নিকান্ডে ঘটনাটি শুনেছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি ও ছেঙ্গারচর পৌরসভার পক্ষ থেকে যত সহযোগীতা আছে করা হবে।

প্রতিবেদক-খাঁন মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৫০ এমএম, ৭ এপ্রিল ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply