মানবতার সেবায় এগিয়ে এসেছেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট রোববার বিকেলে হাইমচর প্রেসক্লাবে অনুষ্ঠিত ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন অনুষ্ঠান হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার এর সভাপতিত্বে ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর সভাপতি বুলবুল ইসমাইল পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির প্রধান উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব মাহবুবুল আলম, হাইমচর সরকারী মহাবিদ্যালয় অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা।
মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আঃ মান্নান শিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহীম খলিল, সোসাইটির নির্বাহী সদস্য মোঃ জিল্লুর রহমান জুয়েল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মোঃ সোহরাব হোসেন প্রমুখ।
এসময় স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর অসহায়দের করোনা রোগীদের ১০ টি অক্সিজেন সিলেন্ডার নিয়ে পাশে দাড়িয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর সাধারন সম্পাদক এনামুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মো.ইসমাইল, ১ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur