Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে দুটি অক্সিজেন সিলিন্ডার দিলেন সমাজ সেবক মাসুদ
অক্সিজেন

ফরিদগঞ্জে দুটি অক্সিজেন সিলিন্ডার দিলেন সমাজ সেবক মাসুদ

সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাতেও প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে প্রতিনিয়তই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে মানুষ।

মানুষের এ দূরাবস্থায় করোনা রোগীদের জরুরি অক্সিজেন সেবা নিশ্চিত করতে উপজেলায় এই প্রথম দুটি সামাজিক সংগঠনকে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাসুদ মিজি (মামুন)।

৩১ জুলাই শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে মাসুদ মিজি মামুনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ “দ্য ফিউচার ফাউন্ডেশন” ফরিদগঞ্জ উপজেলা শাখা ও “ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ব্লাড ডোনেশন ক্লাব” এর নেতৃবৃন্দের হাতে এ অক্সিজেন সিলিন্ডার তুলেদেন, সাবেক ছাত্রলীগনেতা মো.খলিলুর রহমান,আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সেভ “দ্য ফিউচার ফাউন্ডেশন-এর সদস্য মো.পারভেজ মোশারফ।

এ সময় উপস্থিত ছিলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শিমুল হাছান, সাধারণ সম্পাদক এস.এম ইকবাল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষে মো. শামিম হাসান ও এমরান হোসেন।

এসময় সমাজ সেবক মাসুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখা ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ব্লাড ডোনেশন ক্লাবের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি