ফরিদগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবা উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে সোনার বাংলা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১৪ আগস্ট শনিবার বিকেলে ইউনিয়নের গোবারচিত্রা বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস. এম জসিম উদ্দিন আনসারী মিন্টুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান।

২ নং বালিথুবা ইউনিয়ন আ’লীগ নেতা আলমগীর হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সহিদ উল্লাহ তপাদার, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন,৪ নং সুবিদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদার, ২ নং বালিথুবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহসিন তপদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, সমাজ সেবক সালহ্ খান, ৪ নং সুবিদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম শুকু পাটওয়ারী, ব্যাংকার মামুনুর রশীদ মানিক দেওয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা বাকী বিল্লাহ সোহাগ,সোনার বাংলা মানব কল্যাণ সংস্থার সদস্য, মো. রাশেদ খান, সবুজ তালুকদার, আহছান খান, নূর হোসেন খান, নূর হোসেন, হাবিব খান, হুমায়ুন তপদার, মো.নসু প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, আমরা বৈশ্বিক সংকটকাল অতিবাহিত করছি। এই সময় নিজের পাশাপাশি আমাদের পরিবার, সমাজ এবং এলাকার সবার খবর রাখতে হবে। নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে হবে।‌’ সরকার ঘোষিত সকল নির্দেশনা মেনে চলতে হবে এবং কোন প্রকার গুজবে কান না দিয়ে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। পরিশেষে সোনার বাংলা মানব কল্যাণ সংস্থার সফলত কামনা করেন।

প্রতিবেদক:শিমুল হাছান, ১৪ আগস্ট ২০২১

Share