Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণ
অক্সিজেন

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

করোনা রোগীদের জন্য অক্সিজেন সেবা নিশ্চিত করার লক্ষ্যে করোনার সংকটকালীন ও দুর্যোগ অবস্থায় জাতয়ি শোক দিবসে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৮টি অক্সিজেন সিলিন্ডিার,মাক্স ও অক্সিমিটার বিতরণ করা হয়েছে।

১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন এর হাতে তুলে দেন।

বাংলাদেশ আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার জানান,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, স্থানীয় সংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দির সমন্বয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি কর্তৃক করোনার সংকটকালীন ও দুর্যোগ অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধে ৮টি অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জামাদি বিতরন করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ওছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, স্থানীয় সাংসদ অ্যাড.নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত সহকারী (পিএস) লিয়াকত আলী সুমন প্রমূখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রতন ফরাজী, উপজেলা যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাড.মোহসিন মিয়া মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী, মোঃ সিরাজুল ইসলাম সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ওসমান গনি শিকদার, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন ফরাজী, যুগ্ম¥-সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ জামান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রধান, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর যুবলীগ নেতা মোঃ লিটন ঢালী, পৌর ছাত্রলীগ নেতা নূরনবী খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক