করোনা রোগীদের চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা। প্রাথমিক ভাবে কুমিল্লা নগরীতে ১২টি সিলিন্ডারের মাধ্যমে ‘অক্সিজেন ব্যাংক’ নামে এই সেবা কার্যক্রম চালু করেছে সংগঠনটি। পর্যায়ক্রমে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সবক’টি ইউনিয়নে এই সেবাটি ছড়িয়ে দেয়া হবে।
১৫ জুলাই বুধবার সকালে নগরীর তালপুকুরপাড়স্থ জাগ্রত মানবিকতার কার্যালয়ে ‘জাগ্রত অক্সিজেন ব্যাংক’-সেবার উদ্বোধন করেন সংগঠনটির সাধারন সম্পাদক সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছোসেবীদের কাছে অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়া হয়।
করোনা রোগীদের প্রয়োজনে এসব অক্সিজেন সিলিন্ডার বিনামূল্য সরবরাহ করবেন জাগ্রত মানবিকতার স্বেচ্ছোসেবীরা। রোগীদের অক্সিজেন প্রয়োজন হলে স্বেচ্ছাসেবকরা তাৎক্ষনিক ভাবে পৌছে দেবে অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও জরুরী প্রযোজনে অক্সিজেন কন্সাট্রেটর মেশিনের মাধ্যমেও সেবা দেয়া হবে।
জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক তাহ্সিন বাহার সূচনা জানান, করোনা পরিস্থিতির বিবেচনা করে জাগ্রত মানবিকতা নতুন এ সেবা চালু করেছে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১৫ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur