Home / জাতীয় / অক্টোবরে বন্ধ হতে পারে প্রথম-দ্বিতীয় ডোজের টিকা : স্বাস্থ্যমন্ত্রী
Health-Minister ..

অক্টোবরে বন্ধ হতে পারে প্রথম-দ্বিতীয় ডোজের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

এখনো যারা করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামি ৩ অক্টোবর থেকে প্রথম ডোজ বন্ধ হতে পারে।

দুপুরে রাজধানীর একটি হোটেলে ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রমবিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপে এ আহ্বান জানান তিনি।

অক্টোবরের পর হয়তো আমাদের কাছে প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য টিকা থাকবে না। যেগুলো থাকবে সেগুলোরও মেয়াদ শেষ হয়ে যাবে। যারা এখনো প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত নিয়ে নিন। অক্টোবরের পরে টিকা নাও পেতে পারেন।

মন্ত্রী জানান, দেশে এখনো করোনা টিকার প্রথম ডোজ নেননি প্রায় ৩৩ লাখ মানুষ। আর দ্বিতীয় ডোজ না নেওয়ার সংখ্যা প্রায় ৯৪ লাখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অক্টোবরের পর হয়তো আমাদের কাছে প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য টিকা থাকবে না। যেগুলো থাকবে সেগুলোরও মেয়াদ শেষ হয়ে যাবে। যারা এখনো প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত নিয়ে নিন। অক্টোবরের পরে টিকা নাও পেতে পারেন।’

টিকা কার্যক্রমে আড়াই লাখ লোক কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন,‘সবাই নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিয়ে নিন। আমরা এখন পর্যন্ত ৩০ কোটি ডোজ টিকা দিয়েছি।’

শিশুদের টিকাদান প্রসঙ্গে তিনি আরও বলেন,‘১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। আমাদের এখনো সোয়া ২ কোটি শিশুকে টিকা দিতে হবে। তার মানে ৪ কোটির বেশি ভ্যাকসিন এখনো প্রয়োজন। আমরা মাত্র শুরু করেছি। শিশুদের টিকা কার্যক্রম আরও অনেক বাকি আছে।’

সংক্রমণ কমে আসায় সবাই মাস্ক পরা বাদ দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনা বেড়ে গেলে আবারও অর্থনীতিতে প্রভাব পড়বে, স্বাস্থ্যসেবায় প্রভাব পড়বে। সংক্রমণ কিন্তু আবারও বৃদ্ধি পাচ্ছে, আমাদের সচেতন হতে হবে। আমরা যেন মাস্ক পরা ভুলে গেছি, মাস্ক বড় হাতিয়ার। ভালো দিক হলো মৃত্যু হার কমেছে,আমরা সন্তুষ্ট নই, করোনাও নিয়ন্ত্রণে রাখতে হবে।’

আগামি ১১ অক্টোবর জেলা-উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের ২ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ শিশুকে টিকা দেয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।

১৭ সেপ্টেম্বর ২০২২
এজি