Home / চাঁদপুর / চাঁদপুরে আরো ১৯ জনের করোনা শনাক্ত : আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৫
ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা
করোনা রোগীদের জন্যে অ্যাম্বুলেন্স সেবা। (ফাইল ছবি)

চাঁদপুরে আরো ১৯ জনের করোনা শনাক্ত : আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৫

চাঁদপুরে আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের ১৯ জনসহ জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জন। মৃত্যুর সংখ্যা পূর্বে ছিলো ১৯ জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া আবুল কাশেম (৫০) এর রিপোর্ট পজিটিভ। তিনিসহ বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ জন।

৪ জুন বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়, বৃহস্পতিবার সকালে আরো ১১৬টি রিপোার্ট আসে। এর মধ্যে ১৯টি করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

এর মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব উত্তরে ৩ জন, কচুয়ায় ২জন, মতলব দক্ষিণে ১জন রয়েছেন।

চাঁদপুর স্বাস্থ্য বিভাগের সূত্রমতে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৯ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ১৯ জন, শাহরাস্তিতে ১ ৯জন, কচুয়ায় ১৬ জন, মতলব দক্ষিণে ১৩ জন, মতলব উত্তরে ১৩ জন ও হাইমচরে ৫ জন।

এছাড়া জেলায় মোট ২০ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৩ জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।

তবে গতকাল ১৭ জনেরে পর আজকে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হওয়ার পরেও যানাবাহন ও বাজার ঘাটে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই। অধিকাংশ মানুষজন এখনো সচেতন হয়নি। একটি ভালো খবর – চাঁদপুরে কোভিড-১৯ ভাইরাস টেস্টের ল্যাব স্থাপন হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট, ৪ জুন ২০২০

ইন্টারনেট কানেকশন নেই