Home / চাঁদপুর / ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
Chandpur Feri

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। আস্তে আস্তে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত একটার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে। (জাগো নিউজ)

নিউজ ডেস্ক:
আপডেট,বাংলাদেশ সময় ৩:৩০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮,শুক্রবার
এএস

শেয়ার করুন