Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে কর্মহীন-অসহায়-দুঃস্থ ১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি প্রদান
sharasti ....

শাহরাস্তিতে কর্মহীন-অসহায়-দুঃস্থ ১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি প্রদান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে জেলা প্রশাসক,চাঁদপুর এর মাধ্যমে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় ও দুঃস্থ ১শ পরিবারের মাঝে ১ লাখ টাকার শিশু খাদ্য (প্রতি প‌রিবার‌কে চিনি ১ কেজি,সুজি ২ কেজি,গুড়ো দুধ ১ কেজি,এনার্জি প্লাস বিস্কুট ফ্যামিলি সাইজ ২ প্যাকেট )১ জুলাই বিতরণ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সীমিত পরিসরে কয়েকজনের মাঝে উক্ত সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার,শাহরাস্তি জনাব শিরীন আক্তার।এ ছাড়াও ১শ জনের মাঝে ১ লাখ টাকার গরুর খাদ্য বিতরণ করা হয়েছে(প্রতিজন‌কে ২৫ কেজি ওজনের এক বস্তা ক‌রে)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার।
করোনাকালিন পরিস্থিতি বিবেচনায় অন্যান্য উপকারভোগীদের শিশু খাদ্য এবং গরুর খাবার উপ‌জেলা প্রশাসন,শাহরা‌স্তির ব‌্যবস্থাপনায় ইউপি চেয়ারম্যানগণের মাধ্যমে নিজ নিজ ইউনিয়ন পরিষদ হতে বিতরণ করা হয়েছে।

করেসপন্ডেন্ট ,২ জুলাই ২০২১
এজি