হাজীগঞ্জে ধর্ম-কর্ম-শিক্ষা-দীক্ষা বিনিয়োগ এবং কর্মসংস্থানের অনন্য প্রতিষ্ঠান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স আহমদ আলী পাটোয়ারী রহ.ওয়াকফ এস্টেট এর আসন্ন মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচির চাররঙ্গা ১০ হাজার হ্যান্ডবেল বিতরণ কার্যক্রম শুরু ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা । এটিতে মসজিদের মিনারের একটি আকর্ষণীয় প্রচ্ছদ দেয়া হয়েছে । তা’ছাড়া বাংলায় রোজার নিয়্যত ও ইফতারের দোয়া রয়েছে।
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা কর্তৃক প্রচারিত ৩০ রোজার ৩ দিনটি ভাগ উল্লেখ করে সময়সূচি দেয়া হয়েছে। প্রথম ১০ দিন রহমতের,২য় ১০ দিন মাগফেরাতের এবং শেষ ১০ দিন নাজাতের কথা উল্লেখ রয়েছে। এছাড়াও রোজা এবং এতেকাফের ফজিলত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে । জামাতুল বিদাসহ নামাজের বিশাল জামাতে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে । রয়েছে সুনিদিষ্ঠ সময়ে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে-এমন ঘোষণা ।
প্রথম জামাত সকাল ৭ টায়,দ্বিতীয় জামাত সকাল ৮ টায় এবং শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। মাসব্যাপি খতমে তারাবির নামাজ প্রথম ৭ দিনে ১০ পাড়া এবং পরের প্রতিদিন ১ পারা করে পবিত্র লাইলাতুল কদরের খতমে অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত।
মসজিদের ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন রাজু বলেন,‘ মাহে রমজান মাসে সবচেয়ে আর্কষণীয় হলো- রমজানের সেহরি ও ইফতারের সময় সুমধূর আওয়াজের ‘সাইরেন বাজানো ’। যা প্রতিটি মুমিন রোজাদার মুসল্লীগণকে ধীর-স্থীরতার সহিত ইফতারের সংকেত দেয়া হয় এবং ভোর রাতে সাহরীর আহবান জানানো হয়ে থাকে। বিশেষ করে রোজাদার শিশুদেরকে ভীষণ আনন্দ দান করে থাকে ‘সাইরেনের সুমধুর আওয়াজ।’ এ আওয়াজ হাজীগঞ্জ বাজার সহ আশ-পাশের ৪-৫ কি.মি.পর্যন্ত পৌঁছে যায় । ’
আবদুল গনি
১৬ ফেব্রুয়ারি ২০২৫
এজি