মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কেও জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।
বিতর্ক উপভোগ করা দর্শকদের মধ্যে এক জরিপ শেষে এ ফল জানায় সিএএন/ওআরসি।
এর আগে বাংলাদেশ সময় সোমবার (১০ অক্টোবর) সকালে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দেড় ঘণ্টার এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
জরিপের ফল অনুযায়ী, ৫৭ শতাংশ দর্শক মনে করেন হিলারি বিজয়ী হয়েছেন। যেখানে ৩৪ শতাংশ দর্শক মনে করেন দ্বিতীয় বিতর্কে বিজয়ী ট্রাম্প।
এ জরিপে হিলারি অনেক ব্যবধানে এগিয়ে থাকলেও প্রথম বিতর্কের চেয়ে খারাপ ফল করেছেন তিনি। প্রথম বিতর্কে হিলারি বিজয়ী হয়েছেন বলে মত ছিল ৬২ শতাংশ দর্শকদের। সে হিসেবে প্রথম বিতর্কের চেয়ে ভালো করেছেন ট্রাম্প।
এদিকে, বিতর্ক পূর্ব এক জরিপে দর্শকদের মধ্যে ৫৮ শতাংশ হিলারিকে সমর্থন করেছিলেন।
দ্বিতীয় এ বিতর্কে সঞ্চালক হিসেবে ছিলেস এবিসি টেলিভিশনের মার্থা রাডাৎস ও সিএনএনের অ্যান্ডারসন কুপার।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৬:৪৮ পি,এম ১১ অক্টোবর ২০১৬,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur