চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘হিজড়ারাও মানুষ। আমরা সকলে তাদের সাথে ভালো ব্যবহার করি তাহলে তারা পৃথিবীতে অনন্ত বেঁচে থাকার সুযোগ পাবে। এক্ষেত্রে হিজড়াদের আচরণ পরিবর্তন করতে হবে। মানুষের সাথে সুন্দর ও ভালো ব্যবহার করতে হবে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুযারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘হিজড়াদের কি কি প্রজেক্ট আছে আমি দেখবো। যদি না থাকে তাহলে আমরা চেষ্টা করবো তাদের জন্য কিছু করার। তারা অনেক কষ্টে জীবন যাপন করে। তাদেরকে আমারা অবহেলা করা উচিত নয়। তাদের সাথে সুন্দর ব্যবহার করা উচিত।’
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, পুলিশ কর্মকর্তা মো. মামুনুর রহমান সরকার, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেদুজ্জামান চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস, নবরূপ মানবিক সংস্থার সভাপতি পিএম বিল্লাল, পদ্মা পুল সংগঠনের সভাপতি কুয়াশা হিজড়া, দৌয়া, সখি, আখি, শায়নী, কাবিনা, নদী।
প্রতিবেদক-আনোয়ারুল হক
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur