যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় দিনে সোমবার থেকে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় দিনে, অর্থাৎ সোমবার থেকে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে দুটি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুটি গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ২ হাজার ২৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।
১২ ফেব্রুয়ারি ২০২৫
এজি