Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / হানারচরে স্বাক্ষর জালিয়াতি করে চাল উত্তোলনের চেষ্টাকালে ধরা খেলো যুবক
স্বাক্ষর

হানারচরে স্বাক্ষর জালিয়াতি করে চাল উত্তোলনের চেষ্টাকালে ধরা খেলো যুবক

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তার জেলে কার্ডের চাল বিতরণ কার্যক্রমে ভয়ঙ্কর জালিয়াতির ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবের স্বাক্ষর জাল করে চাল উত্তোলনের চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে আলমগীর হোসেন (৩২) নামের এক যুবক। তবে পরে স্থানীয় সুযোগে সে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মৃত আব্দুল জলিল শেখের ছেলে আলমগীর হোসেন নিজেকে জেলে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে চাল নিতে এলে তার উপস্থাপিত কার্ড যাচাইয়ের সময় সংশ্চয় দেখা দেয়। কার্ডে থাকা প্রশাসক ও সচিবের স্বাক্ষর দেখে ইউনিয়ন কর্মকর্তাদের সন্দেহ হলে তা মিলিয়ে দেখা হয়। পরে স্পষ্ট হয়, উক্ত স্বাক্ষর দুটি ভুয়া, মানে জাল।

জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে হানারচর ইউনিয়ন পরিষদের প্রশাসক মির্জা ওমর ফারুক বলেন, আমাদের স্বাক্ষর নকল করে জেলেদের বরাদ্দকৃত চাল তোলার জন্য চারটি কার্ড তৈরি করা হয়। এর মধ্যে দুটি কার্ড দিয়ে চাল ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। শনিবার বিকেলে আলমগীর নামে এক যুবক অন্য দুটি কার্ড নিয়ে আসলে আমরা তাকে চ্যালেঞ্জ করি এবং স্বাক্ষর যাচাই করে জালিয়াতির বিষয়টি উন্মোচন করি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আলমগীর হোসেন বিষয়টি টের পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে উপস্থিত সবার অগোচরে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আলমগীর হোসেন জানান, তার এবং তার ভাইয়ের নামের কার্ডগুলো স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদের কাছ থেকে সংগ্রহ করেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত জামিল সৈকত জানান, সাক্ষর জালিয়াতি করে চাল উত্তোলনের বিষয়টি ইউনিয়নের প্রশাসন আমাকে অবগত করেছেন। আমি বলেছি তাকে আটকে থানায় সোপর্দ করতে। পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো। আমরা ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছি।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, শুধুমাত্র আলমগীর নয়, যারা এই জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত তাদেরও আইনের আওতায় আনা হোক। একইসাথে জেলে কার্ড যাচাই ও বিতরণ ব্যবস্থায় আরও কঠোরতা আনার অনুরোধ জানিয়েছেন তারা।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৯ জুন ২০২৫