Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / হানারচরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
জামায়াতে

হানারচরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩ নং হানারচর ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ ডিসেম্বর সকাল ৯ টায় হরিনা বাজার মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হানারচর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা সহকারী সেক্রেটারি মো: সুলতান মাহমুদ এর সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা আমীর অ্যাডভোকেট মো: শাহজাহান খান।

এসময় তিনি বলেন, সৈরাচার সরকার বিগত ১৭ বছর যাদের দালালি করেছে, ৫ আগস্ট দেশ ত্যাগ করে সেই দালালদের কাছেই আশ্রয় নিয়েছে।এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়কে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী জুবায়ের হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন সংগঠনিক সম্পাদক ডাক্তার ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ ।

উক্ত ইউনিয়ন সম্মেলনকে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩ নং হানারচর ইউনিয়নের কর্মীরাসহ বিভিন্ন স্থান থেকে আগত নানা শ্রেণি ও পেশাজীবীর মানুষ দলে দলে যোগ দেয়।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ৭ ডিসেম্বর ২০২৪