Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ এ-মিশন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
ডায়াগনস্টিক সেন্টার

হাজীগঞ্জ এ-মিশন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

হাজীগঞ্জে এ-মিশন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর উদ্ভোধন করা হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে এ-মিশন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোধন করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ মিল্লাত হোসেন এর সভাপতিত্বে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এর সঞ্চালনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী ।

ওইসময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, পল্লী ডাঃ সমিতির নেতা কাজী শাহাদাত হোসেন। পরিচালকদের মধ্যে উপস্হিত ছিলেন, আবদুর রহিম, কাউসার আলম, সোহাগ হোসেন,সবুজ হোসেন, সোহান হোসেন, শরিফুল্লা পাটোয়ারী, নাজমুল শেখ।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১২ নভেম্বর ২০২০