Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে শ্রমিকের রহস্যজনক মৃত্যু, এলাকায় তোলপাড়
শ্রমিকের

হাজীগঞ্জে শ্রমিকের রহস্যজনক মৃত্যু, এলাকায় তোলপাড়

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাঁকিলা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের বোরখাল গ্রামে রাজ মিস্ত্রি শাকিলের দুই থাপ্পরে রাজ যোগালদার মোহাম্মদ সিয়ামের পরের দিন করুন মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে ৮ মার্চ শনিবার সকাল ৯ টায় সময় মোল্লা বাড়ির পাশে হারুনের দোকানে।

ঘটনা জানা যায়, মোহাম্মদ শাকিল পিতা ইব্রাহিম সরদার একই এলাকার মোহাম্মদ শিহাব উদ্দিন সাবু মোল্লার ছেলে মোঃ সিয়াম আহমেদ রাজের যুগলী হিসাবে শাকিল এর সাথে প্রতিদিনের ন্যায় ঐদিন শাকিল সিয়াম কে বলে কাজ করার জন্য সিয়াম আজ কাজ করবো না বলে অপারগতা প্রকাশ করে কেন করবে না বলে এক কথা দুই কথায় তর্কে জড়িয়ে পড়ে সাথে সাথেই শাকিল সিয়াম কে দুটি থাপ্পড় মারে পরে সিয়াম আতঙ্কে পরে পরের দিন সকালেই সিয়ামের করুন মৃত্যু হয়। ঘটনা নিয়ে এলাকা তোলপাড় সৃষ্টি হয় গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কিছু দালাল চক্র উঠে পড়ে লেগে যায় নিরীহ অসহায় সিয়ামের বাবা শাহাবুদ্দিন ও তার পরিবার কে বুঝিয়ে তাড়াহুড়া করেই জানামাজ শেষ করে মাটি দিয়ে দেয়। এদিকে ঘটনাটি ঘটেছে হারুনের চার দোকানে এ সময় হারুন বলেন ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম সিয়াম ছেলেটা খুবই ভালো আমি তাকে রাজের যুগলী হিসাবে কাজ করতে বলি সাকিলের সাথে শাকিল রাজমিস্ত্রি বলে প্রতিদিন তার সাথে কাজ করেন শনিবার শাকিলকে সিয়াম বলেন আমি কাজ করতে পারবো না কেন কাজ করবে না এই কথা নিয়ে কাটাকাটি হয় একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে সিয়ামকে দুটি থাপ্পড় দেয় এই থাপ্পরে সে মারা যাবে আমার মনে হয় না পরের দিন সকালে তার করুন মৃত্যু হয়। আমরা জানি তার পূর্বে একটি রোগ রয়েছে মিরক রোগ তবে থাপ্পরে আতঙ্ক বিরাজ ও করতে পারে তার ভিতরে ।

ছেলেটাকে আমি খুব ভালোবাসি আমি অসুস্থ হওয়ার সময় সে আমার পাশে ছিল হাসপাতালে অবসর থাকে বলে আমি তাকে কাজে লাগিয়ে দেই। ভাবলাম সামনে ঈদ রয়েছে বাবা মা ভাই বোন আছে এজন্য রাজমিস্ত্রি শাকিলের সাথে কাজ করার জন্য বলি। তাহার এভাবে মৃত্যু হবে আমরা ভাবতেই পারিনি। এদিকে সিয়ামের বাবা মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আমার ছেলেকে শাকিল অমানবিক নির্যাতন করছে এমন জোরে থাপ্পর মারছে তার গারের দুইটি রোগে ছিড়ে গেছে মনে হয় পরের দিন সকালে তার করুন মৃত্যু আমরা বিচার চাই এই ঘটনার এ বিষয়ে আমরা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি । এ বিষয় ভালোভাবে বোঝার জন্য চেয়ারম্যান আমাদেরকে খবর দিয়েছে পরিষদে আসতে আমরা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে বলেছি আমার ছেলেটা খুব আদরের সন্তান ছিল দুই থাপ্পরে ছেলেটার পরের মৃত্যু হয়। আমি থাপ্পরের বিচার চাই এবং দোকানদার বলেছে তোর এক ছেলে গেছে আরো পেলে যাবে আমি এখন আতঙ্কে নিরাপত্তায় ভুগতেছি । আমার ছেলের মির কো রোগও ছিল এই রোগ উঠলেই সাথে সাথে ভালো হয়ে যায় ।

এদিকে শাকিলের মা জানান যে আমার ছেলের সাথে কাজ করে সিয়াম শুনেছি তারা কাজ নিয়ে তর্ক-বিতর্ক করে আমার ছেলে দুটি থাপ্পড় দিয়েছে সেই থাপ্পরে তার মৃত্যু হতে পারে না । তারা বলেছে পূর্ব থেকেই একটি রোগ রয়েছে ওই রোগীর মৃত্যু হতে পারে তারা হাসপাতাল বলেছে স্বাভাবিক মৃত্যু হয়েছে।
অন্যদিকে থাপ্পর বিষয় নিয়ে এলাকায় গুঞ্জন এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে অনেকেই জানিয়েছে ঘটনা ঘটার পরের দিনই তাহার করুন মৃত্যু হয় । এ বিষয়ে এলাকাবাসী হাজিগঞ্জ থানা পুলিশকে অবহ্যত করলে ঘটনাস্থলে পুলিশ বিষয়টি জানতে পারেন যে থাপ্পরের ঘটনা এবং তাহার পূর্বে মিরকো রোগ রয়েছে। অভিযোগ না থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

এই বিষয়ে এলাকার ৮নং ওয়ার্ড মেম্বার আবুল বাশার প্রথমত ঘটনাটি কিছুই জানে না বলে জানান। আমি শুনেছি চেয়ারম্যান সাহেব তাদের খবর দেওয়া হয়েছে তাদের মুখ থেকেই জানতে পারবেন কি হয়েছে। এদিকে ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান বলেন ঘটনাটি আমি তাদের কাছ থেকে শুনি না বাই নেমে শুনেছি আমাকে প্রশাসনের ডি এস বি লোক জানিয়েছে যে আপনার ইউনিয়নে একটি ঘটনা ঘটেছে।

এই বিষয়ে জানার জন্য আমি বলেছি কিছুই জানিনা ঘটনা যদি সত্য হয় তাহলে আইনি প্রক্রিয়া যা হওয়ার হবে। এই বিষয়ে পরে আমি নিহত সিয়ামের বাবা মাকে পরিষদে আসতে বলি এবং বিষয়টা তাদের মুখ থেকে জানার জন্য। তবে থাপ্পড় মারছে কথাটা সত্য পরের দিন নিহত হয়েছে এটাও সত্য তাহার মিরগো রোগ রয়েছে তাও সত্য যদি থাপ্পরে নিহত হয় আমি এর বিচার করতে পারবো না। অন্যদিকে সবার সামনে নিহত সিয়ামের বাবা বলেন আমার ছেলেকে থাপ্পর মারছে শাকিল এবং কিছু লোক এখনো আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে আমরা নিরাপত্তায় ভুগতেছি আমি চেয়ারম্যানের কাছে এর বিচার চাই।

এদিকে চেয়ারম্যান আরো বলেন এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনাদের আইনের দরজা খোলা রয়েছে । প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারবেন। এদিকে এলাকায় সিয়ামের করুন মৃত্যু নিয়ে রহস্য এলাকায় গুঞ্জন। ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার কিছু লোক উঠে পড়ে লেগেছে। নিরীহ পরিবারটিকে অনেক ভাবে বুঝিয়ে যাচ্ছে আইনের আশ্রয় না নেওয়ার জন্য । কারণ আইনের আশ্রয় নিতে বা অভিযোগ দিলে লাশ তুলে পোসমাডাম করতে হবে বিভিন্নভাবে বুঝিয়ে যাচ্ছে নিরীহ সিয়ামের পরিবারটি এখন আতঙ্কে ও নিরাপত্তায় বকছে। এই ঘটনাটি এলাকার অনেকে জানিয়েছে প্রশাসনিকভাবে যদি তাহার মৃত্যু রহস্য উন্মোচন করলে হয়তোবা শাকিল অপরাধী ফেসে যেতে পারে।

এদিকে এলাকার অনেকে জানিয়েছে শাকিল ছেলেটা উচ্ছৃংখল তিনি কাউকে তোয়াক্কা করেন নাই তাহার বাড়ির উপরও এ পূর্বে একটি ঘটনা ঘটিয়েছেএকজনকে পিটিয়ে ২০ হাজার টাকা জরিপানা দিয়েছে এখন নিরীহ সিয়াম ছেলেটাকে থাপ্পর মেরে পরের দিনের সে নিহত হয়। এই ঘটনায় এলাকার মানুষও সুষ্ঠু বিচার দাবি করেন প্রশাসনের কাছে।

প্রতিবেদক: এম কে এরশাদ, ১০ মার্চ ২০২৫