চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামে দুটি শিয়ালের হঠাৎ আক্রমণে অন্তত ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) ভোরবেলা এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান- ভোরে অনেকেই ঘুম থেকে উঠে রাস্তায় বের হলে হঠাৎ মুখোমুখি হন দুটি বন্য শিয়ালের সঙ্গে। এক মুহূর্তের মধ্যে শুরু হয় তাণ্ডব। শিয়াল দুটি একের পর এক পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে ও কামড়ে দেয়। এ সময় গ্রামে শুরু হয় হুলস্থুল ও আতঙ্ক। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন স্থানীয়রা। অনেকে লাঠিসোঁটা ও ঘরের হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়েই প্রতিরোধের চেষ্টা চালান। তবে ততক্ষণে বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছেন। প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে গুরুতর আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়। এখনো অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না।
গ্রামবাসীদের ভাষ্যমতে, ফুলছোঁয়া গ্রামের এক পুরনো বড় মাটির ঢিবির নিচে বহুদিন ধরে শিয়ালের একটি পরিবার বসবাস করে আসছে। ধারণা করা হচ্ছে, খাদ্য সংকট বা অন্য কোনো কারণেই শিয়াল দুটি হঠাৎ হিংস্র হয়ে ওঠে এবং মানুষের উপর আক্রমণ চালায়।
ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে শিয়াল আতঙ্ক। শিশুদের বাইরে খেলতে দেওয়া হচ্ছে না, কৃষকরা মাঠে কাজ করতে গেলেও রয়েছেন সতর্ক অবস্থানে। কেউ কেউ রাতে পাহারার ব্যবস্থাও বিবেচনা করছেন।
এদিকে প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবল ও পরিবহন সংকটের কারণে তারা নিজেরা শিয়াল ধরতে পারছেন না। তবে গ্রামবাসী যদি শিয়াল ধরতে সক্ষম হন, তাহলে তা বনে অবমুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বর্তমানে গ্রামবাসীরা বন্যপ্রাণী আইন মেনে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত প্রশাসনিক সহায়তার দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, শিয়ালের কামড়ে আহত হওয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিব।
হাজীগঞ্জ প্রতিনিধি,২৮ জুন ২০২৫