Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে যুবলীগের আহবায়ককে হত্যার হুমকি
হুমকি

হাজীগঞ্জে যুবলীগের আহবায়ককে হত্যার হুমকি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালকে হত্যার হুমকি হেফাজতের বিরুদ্ধে। এমন অভিযোগে সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক খান পক্ষে বাদী হয়ে থানায় জিডির পর এবার সংবাদ সম্মেলনে মুখ খোলেন রাজপথের নেতা মাসুদ ইকবাল।

১৮ এপ্রিল রোববার হাজীগঞ্জ রোটারী ক্লাবে সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চলনায় ও সভাপতি মহিউদ্দিন আল আজাদের সভাপতিত্বে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক মাসুদ ইকবাল।

এ সময় তিনি বলেন, দেশে যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বন্ধুপ্রতীম রাষ্ট্রীয় প্রধানগণ বাংলাদেশে অবস্থান করছে, ঠিক তখনি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত শিবির বিএনপির মদদপুষ্ঠ হেফাজত ইসলাম দেশকে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছিলো যা এখনও চলমান।
তারই প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে দেশব্যাপী অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদী প্রচারের অংশ হিসাবে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সকল ইউনিট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে আসছে।

এরই অংশ হিসাবে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হিসাবে সকল কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে আসছি। তারই ফলশ্রুতি হিসাবে হেফাজত কর্মী পরিচয়ে ‘আখিরাত’ নামক ফেইসবুক আইডির ম্যাসেন্জারে ও অজ্ঞাত ফোন নাম্বারে আমার গলাকেটে হত্যার হুমকি প্রদান করে আসছে। ইতিপূর্বে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি আমিসহ আমার সকল ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বাবু ঝন্টু দাস, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ হোসেন, নজরুল ইসলাম নজু, নাজমুল আহসান নয়ন, কে আই মজুমদার তুষার, সদস্য ও ১১নং নং হাটিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, সদর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি ফারুক খান, সাধারন সম্পাদক ইউসুফ প্রধানীয়া সুমন, সদর পশ্চিম শাখার সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক শাহিন, বড়কূল পশ্চিম ইউনিয়নের সভাপতি লোটার্স মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ইলিয়াছ মোল্লা, সাধারন সম্পাদক আবু নাসের সুমন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, কালচোঁ দক্ষিন ইউনিয়নের আহবায়ক শ্যামল চন্দ্র শীল, ২নং বাকিলার আহবায়ক ইব্রাহীম খান রনি, দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবলীগ নেতা এ কে শামীম, ১নং রাজারগাঁও ইউনিয়নের নেতা শাহনেওয়াজ মুন্সী প্রমুখ।

প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,১৮ এপ্রিল ২০২১