Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা

হাজীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা

চাঁদপুর হাজীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে ১ হাজার ৬৬৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩০ নভেম্বর সোমবার সকালে আলীগঞ্জ মাদ্দাখা (র.) মসজিদের সামনে এ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় ওই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক, যাত্রী ও পথচারীদের মাস্ক না পরায় জরিমানা করা হয়।

এ ছাড়া বয়সও অবস্থান বিবেচনা করে সতর্ক করা হয়। এ সময় থানার উপপরিদর্শক সুমনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড কানিজ ফাতেমা জানান, মাস্কের জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ করেসপন্ডেট,৩০ নভেম্বর ২০২০