Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বাবার ওসিয়তকৃত সম্পত্তি না পেয়ে শোকে কাতর প্রতিবন্ধী শাহানাজ
বাবার

হাজীগঞ্জে বাবার ওসিয়তকৃত সম্পত্তি না পেয়ে শোকে কাতর প্রতিবন্ধী শাহানাজ

চাঁদপুরের হাজীগঞ্জে বাবার কথা দেওয়া ওসিয়তকৃত সম্পত্তি না পেয়ে শোকে কাতর প্রতিবন্ধী শাহানাজ। স্থানীয় সালিশদার ও জনপ্রতিনিধিদের পেছনে ঘুরে পাচ্ছে না কোন সুরাহা। তাই প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী প্রতিবন্ধী শাহানাজ।

জানাযায়,উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের পন্ডিত বাড়ির ওসিয়ত করা ৫ শতাংশ সম্পত্তি ৪ বোন দুই ভাই বুঝিয়ে দিচ্ছে না। দেই দিচ্ছি বলে দিনের পর দিন তালবাহানা করে যাচ্ছে। অসহায় শাহানাজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে দিনের পর দিন ধর্না দিচ্ছে কিছুতেই সুরাও হচ্ছে না। বাবার মৃত্যুর পূর্বে ওসিয়ত কৃত সম্পত্তি দিচ্ছে না ভাই বোন: শোকে কাতর অসহায় বোন।

আরো জানা যায়, পালিশারা গ্রামের পন্ডিত বাড়ির মৃত আব্দুল গফুরের ৫ মেয়ে ও দুই ছেলে রেখে দুনিয়া থেকে চির বিদায় নেন। মৃত আব্দুল গফুর জীবন দশায় কয়েকজনকে সাক্ষী করে অসহায় মেয়ে শাহনাজ বেগমকে ওসিয়ত করে গেছেন যে ৫ শতাংশ সম্পত্তি তার নামে লিখে দিবেন। অথচ উনার জীবন দশায় হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে ওই সম্পত্তি লিখে দিয়ে যেতে পারেননি। মুখে মুখে ওসিহত করে দিয়ে যাওয়া বাবার সম্পদ, ৪ বোন, দুই ভাই, অসহায় বোন শাহনাজ বেগমকে বুঝিয়ে দিচ্ছে না।

এ বিষয়ে অসহায় শাহনাজ বেগম বলেন, আমি আমার স্বামীর পরিবারদের সাথে অন্যায় করেছি। শশুর শাশুড়ি দেবর ননদ আত্মীয়-স্বজনকে প্রবাসী স্বামীর উপার্জিত অর্থ না খাইয়ে। বাবার বাড়ির লোকজনকে স্বামীর উপার্জিত টাকা পয়সা খাইয়ে নষ্ট করেছি। আজ আমার ভাই বোন ভাবীরা আমাকে চিনে না। আমার বাবা আমার দুঃখ বুঝে আমাকে ৫ শতাংশ জায়গা মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেলেও রেজিস্ট্রি বা কোন কাগজ করে দিয়ে যেতে পারেনি। তাই আমি পেলাম না বাবার কুল, হারাতে বসেছে স্বামীর কূল। স্বামী প্রবাস থেকে আসার পর তার উপার্জিত অর্থের হিসাব দিতে পারছি না।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল বলেন, এই জায়গার বিষয়টি আমি শুনেছি। ইউপি মেম্বার মোহাম্ম হোসেনকে দায়িত্ব দিয়েছি। ওয়ারিশ সনদ তারা নিয়েছে। হিস্যার বাহিরে আমার কি করার আছে। শাহনাজ বেগমের বাবা আব্দুল গফুর মৃত্যুর পূর্বে কোন কাগজ করে যায়নি। মুখে মুখে বলে যাওয়ার কারণে আজ এই সমস্যার সম্মুখীন হচ্ছে। বাবার ওসিয়াত করা ঠিক আছে। তবে অন্যান্য ভাই-বোন যদি না মানে তাহলে কি কারো কিছু করার আছে। তারপরও মেম্বারকে বিষয়টির দায়িত্ব দিয়েছি দেখি সে কি করে। আশা রাখি একটা কিছু তো হবেই। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলেছি।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৩ মার্চ ২০২৫