Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
পিকআপের

হাজীগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানাযায়। ২৬ মে শুক্রবার বিকালে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ মিঠানিয়া ব্রীজের পশ্চিমে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নিলয় মটরস্ এর পরিবেশক রাসেল মিয়া বলেন, কুমিল্লা থেকে আসা মোটরসাইকেলের গতিবেগ হারিয়ে চাঁদপুর থেকে আসা পিক-আপের সামনে পড়ে ছিটকে পড়ে যায়। তাদের অবস্থা আশংকা জনক দেখে কয়েকজন লোক অটোরিকশা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

আহত মোটরসাইকেল আরোহীরা হলেন, মোতালেব হোসেন (৩০), নাছির হোসেন (২৮), মো. রাসেল (২৭)। এরা সবাই কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার বাসিন্দা।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার কিলো ডিউটি এস আই আজিজ সঙ্গীয় পোর্স ঘটনাস্থলে পৌঁছে পিক-আপ ও মোটরসাইকেল জব্দ করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডিউটি ডাক্তার সামছুল আরিফীন বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনই গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৬ মে ২০২৩