Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
হাজীগঞ্জে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

হাজীগঞ্জে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

আশিক বিন রহিম :

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল স্কুল সংলগ্ন মাঠ থেকে সিএনজিচালক বশির প্রধানিয়া (৬০)কে অচেতন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। শনিবার (৪ জুলাই) বিকাল ৩টায় চালকের ছিনতাই হওয়া মোবাইল থেকে দুর্বৃত্তরা ফোন করে পরিবারের লোকদের জানালে ঘটনাস্থল থেকে বশিরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।

বশির প্রধানিয়া চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবদুল কাদির প্রধানিয়ার ছেলে।

বশিরের বড় ভাই আবদুল খালেক জানায়, ‘বশির বৃহস্পতিবার রাতে সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। দুপুরে তার মোবাইল থেকে ফোন আসে বশির বলাখাল স্কুল সংলগ্ন মাঠের পাশে অচেতন অবস্থায় রয়েছে, তাকে উদ্ধার করার জন্য। এরপর আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক জানান, ‘বশিরকে মাদক খাইয়ে অচেতন করা হয়েছে। তার অবস্থাআশঙ্কা জনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করতে হবে।’

আপডেট :   বাংলাদেশ সময় : ১১:৫৪ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ০৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি