হাজীগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৬ জনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম।
৯ জানুয়ারি শনিবার রাত ৩ টার দিকে পৌর এলাকার টোরাগড় থেকে গাজা সেবন অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করে থানার এস আই মান্নান।
আটকৃতরা হলেন, পৌর এলাকার টোরাগড় গ্রামের জিতু মিয়ার ছেলে মিঠু হোসেন রিদয় (২০), ধেররা এলাকার মৃত আবু তাহেরের ছেলে হাসান পাটওয়ারী (২০), মকিমাবাদ এলাকার আঃ জব্বারের ছেলে রিদয় হোসেন টিটু (২১) ও একই এলাকার মনির হোসেনের ছেলে রাসেল মজুমদার (২০), ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়ন দিগদাইর গ্রামের আঃ মান্নানের ছেলে শরিফুল ইসলাম (২৮) এবং সদর উপজেলার বাবুরহাট এলাকার হোসেনপুরের নুরুল ইসলামের ছেলে মুন্না খান (২২)।
আজ রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মুর্শিদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদন্ড প্রদান করে। পরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৮:০৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur