Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ইউনাইটেড মডেল হাই স্কুলের উদ্যোগে শোক দিবস পালন
somoy..

ইউনাইটেড মডেল হাই স্কুলের উদ্যোগে শোক দিবস পালন

চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুরে অবস্থিত ইউনাইটেড মডেল হাই স্কুলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট ১০ টায় স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম ফরিদুল ইসলাম উকিল।

সহকারী শিক্ষক হাফেজ মো.বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো.মহসিন আলম,সহকারী শিক্ষক মো.আরিফ হোসাইন,সহকারী শিক্ষক মিঠুন চন্দ্র ত্রিপুরা সহকারি শিক্ষক মো. আবু মুসা প্রমূখ। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মিসেস তানিয়া আাক্তার,ফিরোজা আক্তার, তামান্না আক্তার, রুনা আক্তার, সুমাইয়া আক্তার সহ স্কুলের সকল শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। রচনা প্রতিযোগিতায় প্রাইমারি শাখা থেকে বিজয়ী হিসেবে প্রথম পুরস্কার গ্রহণ করেন ৪র্থ শ্রেণির ছাত্র তুষার আখন রোল-২,দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন হাবিবা আক্তার নিশি, ৫ম শ্রেণির রোল-১, তৃতীয় ইসমাইল শেখ,তৃতীয় শ্রেণির রোল-৫। উচ্চ মাধ্যমিক শাখায় প্রথম পুরস্কার গ্রহণ করেন, মাইশা আক্তার ৬ষ্ঠ শ্রেণির রোল-১, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন সুমাইয়া আক্তার অষ্টম শ্রেণির রোল-৪ এবং তৃতীয় পুরস্কার গ্রহণ করেন সানজিদা আক্তার ৬ষ্ঠ শ্রেণির রোল-৫ ।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২
এজি